শাহজালালে বোমা কিংবা বিস্ফোরক পাওয়া যায়নি
আরেকটি বোমা হামলার হুমকির পর তল্লাশি চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বোমা কিংবা বিস্ফোরকের খোঁজ মেলেনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, 'নিবিড় তল্লাশির পর আমরা হুমকি তৈরি হতে পারে এমন কোনোকিছু খুঁজে পাইনি।'
কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ তল্লাশির কাজ শেষ করে।
এর ঘণ্টাতিনেক আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি আছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার রাত ১১টার দিকে মালয়েশিয়ার একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠানো হয়।
এর আগে বুধবার এপিবিএনের একজন ডিউটি অফিসারের কাছে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে।
গতকাল বিকেলে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান।
বার্তায় দাবি করা হয়, রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৫৬ ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক ছিল, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরিত হবে।
সতর্কতা হিসেবে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে।
২১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ডয়নকারী বিমানটি ভালোভাবে পরীক্ষা করা হলেও কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।
Comments