সীতাকুণ্ডে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত

সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করছেন শ্রমিকরা। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শীতলপুর ইউনিয়নে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল ইসলাম (৩৩) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার সহকারী হারুনুর রশিদ আহত হয়েছেন।

শিল্প পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন ৬ শ্রমিক। সেসময় জাহাজ কাটতে গিয়ে লোহার পাতের আঘাতে ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।'

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত ডেইলি স্টারকে বলেন, '১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি।'

আহত হারুনুর রশিদকে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English
36 Days of July revolution

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

13h ago