সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে. গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

 দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

এর পাশাপাশি সেনাবাহিনীর ২৫০ জন সদস্য সেখানে উদ্ধার অভিযানে কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

চমেক হাসপাতালে মোট ২৯ জনের মরদেহ এসেছে। ছবি: মিজানুর রহমান/স্টার

আহত অবস্থায় চমেক, ঢামেকসহ হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

24m ago