সীতাকুণ্ডে আগুন নেভাতে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ দল হ্যাজম্যাট

ctg-fire-2_ds.jpg
কনটেইনার ডিপোতে এখনো আগুন জ্বলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ দল।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিসের এই বিশেষ দলটি হ্যাজম্যাট (হ্যাজারডাস মেটারিয়াল) নামে পরিচিত। এই দলের সদস্যরা আগুন নেভানোর বিষয়ে দেশ-বিদেশে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।

প্রায় ১৪ ঘণ্টা হয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কনটেইনার ডিপোতে লাগা আগুন।

গতকাল রাত সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় চমেক, ঢামেকসহ হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

8m ago