সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ৩ ফায়ার সার্ভিসকর্মীসহ নিহত ১৬

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুনে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ২ শতাধিক মানুষ।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী রয়েছে।

আহত বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ ও আহতদের নগরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাই তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী ২ শতিাধিক মানুষ আহত ও দগ্ধ হয়েছেন।

ছবি: রাজীব রায়হান/স্টার

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ডিআইজি বলেন, 'এখনো আগুন পুরোপুরি না নেভায় ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।'

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো সেখানে থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। আরও কিছু কনটেইনারে আগুন জ্বলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে, আগুন পুরোপুুির না নেভায় তারা এখনো ভেতরে প্রবেশ করতে পারছে না।

গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ওই কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Comments

The Daily Star  | English

No philanthropy, they staged robbery for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

8m ago