সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: পানি সংকটে ফায়ার সার্ভিস কর্মীরা

পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ছবি: মো. সুমন/স্টার

পানি সংকটে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোর আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ভোরের দিকে এসে পানি ফুরিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পারছিলেন না।

রাত ২টার থেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের পানি নিয়ে সংকটে পড়তে হয়। ডিপোর ভেতরে আটকে থাকা ট্রাকগুলো একে একে ফায়ার সার্ভিসের পানির পাইপের ওপর দিয়ে যেতে থাকে। এতে বেশ কয়েকটি পাইপ ফেটে যায়। এতে প্রচুর পানির অপচয় হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পানিশূন্য হয়ে পড়ে। ভোর ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারছিলেন না। ডিপোর ভেতরে বিস্ফোরণ ঘটতে থাকায় এক পর্যায়ে তারা নিরাপদ জায়গায় সরে যেতে বাধ্য হন। 

পানির সংকটে এক পর্যায়ে নিরাপদে সরে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মো. সুমন/স্টার

এসময় ডিপোর ভেতরে তিন থেকে চার শ কনটেইনার জ্বলছিল। আগুন লাগার সময় বড় একটি বিস্ফোরণের পর আরও ১৫-২০টি বিস্ফোরণ ঘটেছে। ভোর সোয়া ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তখনও একবার বিস্ফোরণ ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার রাত ৯টার দিকে কনটেইনার ডিপোটিতে আগুন লাগে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সঙ্গে রাতে ফেnI থেকেও ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে এসে পৌঁছায়। সর্বশেষ ২৪টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছিল।

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

9m ago