ধারণা করছি কনটেইনার থেকে আগুন লেগেছে: ডিপোর পরিচালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে অন্তত ৪ জন নিহত ও শতাধিক মানুষ দগ্ধ হয়েছে। কনটেইনের ডিপো কর্তৃপক্ষ বলছে, আগুনের কারণ সম্পর্কে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে না পারলেও কনটেইনার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে আগুন। ছবি: মো. সুমন/ স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে অন্তত ৪ জন নিহত ও শতাধিক মানুষ দগ্ধ হয়েছে। কনটেইনের ডিপো কর্তৃপক্ষ বলছে, আগুনের কারণ সম্পর্কে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে না পারলেও কনটেইনার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দিবাগত মধ্যরাতের পর বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।

তিনি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার কথা উল্লেখ করে বলেন, 'আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে।'

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে অন্তত ৪ জন মারা গেছেন। চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। 

হাসপাতাল পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০৫ জন আহত হয়েছেন।

রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, ডিপোর ভেতরে তখন অন্তত দুই শ কনটেইনারে আগুন জ্বলছিল। ডিপোর আশপাশের নালাগুলোতে রাসায়নিক পদার্থ ভাসতে দেখা যায়।

বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। অন্তত ৭ জন ফায়ারসার্ভিস কর্মী আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

3h ago