সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের রক্ত দিতে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের রক্তের প্রয়োজনে সাড়া দিয়ে চমেক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকশত শিক্ষার্থী।
চবির দুটি বাসে শিক্ষার্থীরা চমেকে রক্ত দিতে যান। ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের রক্তের প্রয়োজনে সাড়া দিয়ে চমেক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকশত শিক্ষার্থী।

রোববার ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের চবি ২টি বাসে করে শিক্ষার্থীরা চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান।

এর আগে আহত রোগীদের রক্তের প্রয়োজন বলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল। এ খবর পেয়ে রক্তদানে আগ্রহী শিক্ষার্থীরা ২টি বাসে হাসপাতালে যান বলে চবি সূত্র জানিয়েছে।

এছাড়া চবি সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে রক্তদানের আহ্বান জানানো হয়।

শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোর আগুনে শতাধিক দগ্ধ হন। তাদের চমেক হাসপাতালে নেওয়া হয়।

বাসে রক্তদানে আগ্রহী চবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

শতাধিক দগ্ধ ও আহতদের হাসপাতালের বিভিন্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা সিভিল সার্জন ইলিয়াস হোসেন জানিয়েছিলেন।

জরুরি বিভাগ, বার্ন ইউনিট, সার্জারি ইউনিটসহ অন্যান্য সব ইউনিটকে এখন অগ্নিকাণ্ডে দগ্ধদের সেবায় নিয়োজিত করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চমেকের আইসিইউ রোগীতে পরিপূর্ণ হহ্যে যাওয়ায় রোগীদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিইউতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

Comments