৯ জুন পর্যবেক্ষক, ১২ জুন সাবেক সিইসি-ইসির সঙ্গে ইসির সংলাপ

ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সাথে এবং ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনের সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য গত ১৩ মার্চ থেকে ইসি জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে। এ পর্যন্ত শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকদের সঙ্গে ৪ দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ গত ১৮ এপ্রিল সংলাপ করে ইসি।

এ পর্যন্ত সংলাপের অনেক আলোচক নির্বাচনের স্বচ্ছতার জন্য ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকের পরিবর্তে কমিশন কর্মকর্তাদের নিয়োগের পরামর্শ দিয়েছেন।

আলোচনাকারীরা ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণ নিশ্চিত করারও পারমর্শ দিয়েছেন। তারা আরও বলেছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অপব্যবহার হবে না তা নিশ্চিত না করা পর্যন্ত ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা।

১৮ মে এক চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, তারা নির্বাচনের স্বচ্ছতার জন্য ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং ইভিএম ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে।

চিঠিতে ইসি আরও জানায়,  তারা ভোটকেন্দ্রের সাংবাদিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অবাধ চলাচল নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে।

ইভিএমের অপব্যবহার বন্ধে ইসি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে। এ বিষয়ে আরও পর্যালোচনা করতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে বলেও চিঠিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

53m ago