বাংলাদেশ এসকাপের ৪ আঞ্চলিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

জাতিসংঘের এশিয়া প্রশান্তমহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৪টি আঞ্চলিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেব নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আঞ্চলিক সংস্থাগুলো হলো-জাপানের মাকুহারিতে অবস্থিত স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসআইএপি), দক্ষিণ কোরিয়ার ইনচেওন শহরে অবস্থিত দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক ট্রেনিং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি), চীনের বেইজিংয়ে অবস্থিত সেন্টার ফর সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন (সিএসএএম) এবং ইরানের তেহরানে অবস্থিত সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)।

ভারত ছাড়া বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে এই ৪ আঞ্চলিক প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

একইসঙ্গে ব্যাংকক ও বেইজিং এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত মেয়াদে নির্বাচিত হন।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশকে নির্বাচিত করার মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে মূল্যায়ন করা হলো।

কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ এসব প্রতিষ্ঠানের কর্মসূচি, অর্থায়ন এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ পাবে এবং তথ্যপ্রযুক্তি, কৃষি, পরিসংখ্যান, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং এবং দুর্যোগ ব্যবস্থাপনর দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

3h ago