মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে আসামি সাইফুল ইসলামের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কামাল।

আদালতের স্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি ঘিওর উপজেলার শাকরাইল এলাকায়। রায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

মামলার রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট বিদ্যালয়ের যাওয়ার সময় সাইফুল ইসলাম ও একই এলাকার নবীন মিয়া, মিলন মিয়া, মো. সাদ্দাম হোসেন, রবিন মিয়া, পলাশ হোসেন ও জসিম মিয়া জোর করে নবম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় এবং তাদের সহযোগিতায় সাইফুল ইসলাম স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীরা মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায়, ভিকটিমের বাবা বাদী হয়ে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ঘিওর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তালেব তদন্ত শেষে ৭ আসামির নাম উল্লেখ করে ২০১৫ সালের ১৫ মার্চ আদালতে চার্জশিট দেন।

মামলায় ৯ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে বিচারক এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবীন মিয়া, মিলন মিয়া, সাদ্দাম হোসেন, রবিন মিয়া, পলাশ হোসেন ও জসিম মিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

1h ago