নাতনিকে উত্ত্যক্ত করার অভিযোগ: পরদিনই নানাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইরের রায়-দক্ষিণ এলাকায় নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করায় আলী আজগর (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ দোকানে হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়নের রায়-দক্ষিণ গ্রামের বাসিন্দা আলী আজগরের ৯ বছর বয়সী নাতনিকে দীর্ঘদিন ধরে একই গ্রামের উত্ত্যক্ত করছিলেন আল আমিন (৩৮)। গত সোমবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে আবারও উত্ত্যক্ত করেন তিনি। বাড়িতে ফিরে সে তার পরিবারকে এ কথা জানায়। এরপর আলী আজগর সিংগাইর থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ দায়েরের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত আল আমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে আলী আজগরকে তার দোকানে অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েমও আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা প্রথমে আলী আজগরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'অভিযোগ দায়েরের পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে অভিযুক্ত আল আমিন তখন বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
government

Govt to act with people’s backing if blocked from responsibilities: Advisory council

"The Advisory Council believes that a broader unity is essential to maintain national stability"

9m ago