শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ,  ৪ জন গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার চার আসামি। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে শেকল দিয়ে বেঁধে ২৫ দিন আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—সান (২৬), রকি (২৯), হিমেল (২৭) এবং তাদের সহায়তাকারী সালমা ওরফে ঝুমুর। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, গত শনিবার রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মেয়েটিকে হাতে পায়ে শেকল পরানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জরুরি নম্বরে কল করে একটি মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে জানালে পুলিশ সেখানে অভিযানে যায়।

ভিকটিমকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও পর্ন ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, এক ব্যারিস্টার ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীকে বিভিন্ন বাসাবাড়িতে বন্দি করে রাখা হয়। আসামিদের জবানবন্দিতে জানা যায়, ওই ব্যারিস্টার ভুক্তভোগী নারীকে ফ্ল্যাটে পাহারা দেওয়ার জন্য সালমাকে নিয়োগ দেয়। ২৫ দিন ভুক্তভোগী নারীকে শেকল দিয়ে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্ত তিন আসামি। কেবলমাত্র খাবার ও বাথরুমে যাওয়ার দরকার হলে শেকল খুলে দেওয়া হতো।

পুলিশ কর্মকর্তা জানান, ওই ব্যারিস্টারকে খুঁজছে পুলিশ। তিনি যদি বিদেশেও থাকেন তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে।

Comments

The Daily Star  | English

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

11m ago