গাজীপুরে দেশি-বিদেশি ২০ জাতের কবুতর প্রদর্শনী

গাজীপুরে কবুতর প্রদর্শনী। ছবি: স্টার

গাজীপুরে কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকাল থেকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

কবুতর পালন ও প্রেমীদের সংগঠন গাজীপুর পিজিয়ন অ্যাসোসিয়েশান (জিপিএ-২০২০) এর আয়োজনে দেশি-বিদেশি ২০ জাতের চার শতাধিক কবুতর প্রদর্শনীতে আনা হয়। এসব জাতের মধ্যে Lahore, English Fantail, Show King, French Moundain, Arch Angle উল্লেখযোগ্য।

ছবি: স্টার

গাজীপুর পিজিয়ন অ্যাসোসিয়েশান (জিপিএ-২০২০) এর সভাপতি মো. সফিকুর রহমান সফিক জানান, তিনশ'র বেশি কবুতর প্রেমীদের অংশগ্রহণে সংগঠনটি প্রতিষ্ঠিত। দেশের অন্যান্য অঞ্চলে কবুতর প্রদর্শনী হলেও গাজীপুর জেলার জন্য এটিই প্রথম প্রদর্শনী।

ছবি: স্টার

তিনি জানান, কবুতর পালনকারী ও প্রেমীদের মধ্যে কবুতর পালনে সতর্কতা, সংগ্রহ, পালন কৌশল, সর্বোপরি বেকারত্ব দূরীকরণ এবং মাদক থেকে যুবক শ্রেণীকে ফিরিয়ে রাখতে আয়োজনটি করা হয়েছে। এছাড়াও কবুতর পালন ও প্রেমীদের মধ্যে একটি উন্নত সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখাও অন্যতম একটি উদ্দেশ্য।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago