চাঁদপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে ২ পরীক্ষার্থী নিহত

দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের ২ পরীক্ষার্থী নিহত হয়েছেন। আরও একজন পরীক্ষার্থীসহ ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী উদ্ধারকারী সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, হাজীগঞ্জ থেকে সিএনজিতে ৩ জন পরীক্ষার্থী ও এক অভিভাবকসহ ৪ জন চাঁদপুরে যাচ্ছিলেন। পথে ঘোষেরহাট এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার্থী হাজীগঞ্জ এলাকার ফাতেমা আলম (২৪) নিহত হন। আহত অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগের অপর দুই পরীক্ষার্থী হাজীগঞ্জ নোয়াপাড়া এলাকার আব্দুল্লাহ (২৫), আমেনা আক্তার(২৫) ও তার পিতা এটিএম ইয়াসিন (৬৫) আহত হন। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমরা এ ঘটনায় পিকআপটি আটক করেছি। মরদেহ হাসপাতাল ও পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পর ওই সিএনজি চালককে খুঁজে পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago