মসজিদের ভেতর খতিবকে চাপাতির কোপ: মামলার পর আসামি আদালতে

চাঁদপুরে মসজিদের ভেতর খতিব আ ন ম নূরুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
আজ শনিবার দুপুরে অতর্কিত হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন তার বড় ছেলে আফনান তাকি।
মামলার পর পুলিশ অভিযুক্ত আসামি বিল্লাল হোসেনকে আদালতে পাঠানোর ব্যবস্থা করেছে।
এ ঘটনায় গুরুতর আহত খতিবকে উন্নত চিকিৎসার জন্য গতরাতে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়।
নূরুর রহমানের ছোট ছেলে রায়হান রাহি জানান, তার বাবার অবস্থা এখন আগের চেয়ে ভালো।
স্থানীয়রা জানান, সম্প্রতি চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের খুতবায় অস্থায়ী খতিব নূরুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ হন বিল্লাল। এই ঘটনার জের ধরে গতকাল জুমার পর পরিকল্পিতভাবে ধারালো চাপাতি নিয়ে তিনি খতিবের ওপর হামলা চালান।
সেসময় মসজিদের ভেতর দু-চারজনের বেশি মানুষ ছিলেন না। ঘটনার পর বিল্লাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে আহত নূরুর রহমানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ এসে জনরোষ থেকে বিল্লালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, 'আমরা মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানোর ব্যবস্থা করেছি।'
Comments