ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বাড়ির নিচ থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মঙ্গলবার বিকেলে বাড়ির কাজের জন্য মাটি খননের সময় অস্ত্র-গোলাবারুদের সন্ধান পাওয়া যায়। ছবি: স্টার

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২৭টি আগ্নেয়াস্ত্রসহ ৯৭১টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে ওই বাড়ির কাজের জন্য মাটি খননের সময় এই গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।

নির্মাণ শ্রমিকদের সহায়তায় পুলিশ সেগুলো উদ্ধার করে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে ২৪টি রাইফেল, ৩টি এসএলআর, ৪টি গুলির ম্যাগাজিন ও ৯৭১টি গুলি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই এলাকায় মো. হানিফের বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল। দুপুর ২টার দিকে শ্রমিকরা মাটির নিচে একটি টিনের ট্রাঙ্ক দেখতে পায়।'

ট্রাঙ্কটি উঠানোর চেষ্টা করলে সেটির একাংশ ভেঙ্গে গেলে রাইফেল দেখতে পায় তারা।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'শ্রমিকরা মাটি খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

44m ago