ঢাকা কলেজ শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অযথা ঘোরাঘুরি ও আড্ডা নিষিদ্ধ

ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে সিটি কলেজ-আইডিয়াল কলেজসংলগ্ন এলাকার পাশাপাশি নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা কলেজের একাদশ (সেশন ২০২১-২২) ও দ্বাদশ (সেশন ২০২০-২১) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আরম্ভের আগে, ক্লাস চলাকালীন ও ছুটির পরে সিটি কলেজ-আইডিয়াল কলেজসংলগ্ন এলাকার পাশাপাশি নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'কলেজ বাসে যাতায়াতের সময় ইভ টিজিংসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। কোনো শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।'

'অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে, তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

 ১৪ মে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এতে দু'জন শিক্ষার্থী আহত হন,' বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈনুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সতর্কতা হিসেবে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ এর আগেও তাদের সতর্ক করে এ ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল৷'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago