অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ​​৮ দিনের রিমান্ডে

রানওয়ে থেকে ফেরানো উড়োজাহাজ থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আটক
জিয়াউল আহসান | ছবি: সংগৃহীত

সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আট দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ আদেশ দেন।

গত ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় এক দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। 

আদালতের এক উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিয়াউল আহসানকে আদালতে হাজির করে নিউমার্কেট থানার উপপরিদর্শক সজিব মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন চায়।

এর আগে জিয়াউলকে আদালতে নেওয়ার আগে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউলকে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ আগস্ট তাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

Stabbing Computer Traders: JCD leader held, supporters 'attack' cops

The assault occurred to free the leader from custody after his arrest over an attack on two computer traders

1h ago