ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগ

বিপ্লব কুমার দেব। ছবি: সংগৃহীত

ভারতের বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য ইউনিটে অন্তর্দ্বন্দ্বের মধ্যে পদত্যাগ করেছেন। আগামী বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই পদত্যাগ করলেন তিনি।

বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার রাজধানী আগরতলার রাজভবনে রাজ্যপাল এস এন আর্যর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রবীণ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব বলেছেন, পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বিজেপি বিধায়করা শিগগির বৈঠকে বসবেন।

সূত্র জানিয়েছে, প্রাক্তন ত্রিপুরা রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিবেন।

সূত্র আরও জানিয়েছে, ত্রিপুরার বিজেপি নেতা প্রতিমা ভৌমিক বর্তমানে নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রী। তিনিও মুখ্যমন্ত্রী পদের দাবিদার।

ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্টের সঙ্গে বিজেপি জোটে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেখানকার রাজনীতির এই নাটকীয় মোড়।

আগরতলায় বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, দল সবার ওপরে। আমি বিজেপির একনিষ্ঠ কর্মী। আমি মনে করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করেছি। আমি ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন এবং রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে কাজ করেছি।

২০১৮ সালে ত্রিপুরায় বামফ্রন্টের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে দেবকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago