নারায়ণগঞ্জ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ২ জনকে ছুরিকাঘাত

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

'নারায়ণগঞ্জ শহরে অস্ত্র নিয়ে কিশোরদের মহড়া'র সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একটি পত্রিকার নির্বাহী সম্পাদকসহ ২ জনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে শহরের গলাচিপা মুক্তিযোদ্ধা সড়কে (বোয়ালিয়া খাল নামে পরিচিত) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরী (২৮) ও সুতা ব্যবসায়ী জসিম হোসেন (৩৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ১০টার দিকে দেওভোগ এলাকার বাসা থেকে রাশিদ ও জসিম চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। তারা বোয়ালিয়া খালের সামনে এলে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন কিশোর এসে বলে 'তোরা সাংবাদিক। পত্রিকায় আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়ার নিউজ করিস' এ কথা বলেই এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত শুরু করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই কিশোররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'রাশিদ ও জসিম ২ জনকেই ঢাকা ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।'

উল্লেখ্য, গত ১১ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে কিশোরদের মহড়া ও অন্য কিশোরকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাংবাদিকসহ ২ জনকে ছুরিকাঘাতের সংবাদ পেয়েছি। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

6h ago