মার্চ ফর গাজা: নারায়ণগঞ্জে ইপিজেডে হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার ভোরে আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গতকাল আটক ৪৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।

এ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স ১২ থেকে ৪০ বছরের মধ্যে। বেশ কয়েকজন শিশুও রয়েছেন গ্রেপ্তারের তালিকায়। তাদের ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা শহীনূর আলম।

এর আগে গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে 'মার্চ ফর গাজা' মিছিলে যোগ না দেওয়ায় কয়েকশ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলা ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ এবং অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। কাজ বন্ধ না করলে কারখানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়ে কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান আজ দুপুর ১২টার দিকে বলেন, 'ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের আদালতে তোলা হবে।'

 

Comments

The Daily Star  | English

Kuet students set fire to symbolic VC chair

The ongoing protests stem from a clash between two student groups on February 18

1h ago