গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা: রিমান্ডে হেনোলাক্স মালিক নুরুল আমিন
রাজধানীতে নিজের শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর আজ বুধবার এ আদেশ দেন বলে আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম হোসেন খান নুরুল আমিন ও তার স্ত্রীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ড প্রার্থনায় তদন্ত কর্মকর্তা বলেন, নুরুল আমিন ও ফাতেমা আমিন গাজী আনিসকে কোম্পানির ব্যবসায়িক অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন।
কিন্তু তারা পরে টাকা ফেরত না দেওয়ায় গাজী আনিস হতাশ হয়ে পড়েন।
পরে তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।
এসব ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র খুঁজতে ওই দম্পতিকে রিমান্ডে নেওয়া দরকার বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।
তবে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের পক্ষে আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল করে তাদের জামিনের আবেদন করেন আদালতে।
কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা গাজী আনিস নুরুল আমিনের মালিকানাধীন কোম্পানিতে বিনিয়োগ করা টাকা হারিয়ে গত সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।
পরে গতকাল মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
এ ঘটনায় গাজী আনিসের ভাই গাজী নজরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।
মামলার পর গত রাতে রাজধানীর উত্তরা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
Comments