এভারেস্টের চূড়ায় বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক আকি রহমান

রমজান মাসে রোজা রেখেই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের অভিযান শুরু করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান (৩৯)। আজ শুক্রবার নেপাল সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন তিনি।
আকি রহমান। ছবি: সংগৃহীত

রমজান মাসে রোজা রেখেই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের অভিযান শুরু করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান (৩৯)। আজ শুক্রবার নেপাল সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন তিনি।

গত এপ্রিল মাসে রমজান মাসে রোজা রেখেই অভিযান শুরু করেছিলেন তিনি। তিনিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।

এর আগে মাত্র ৫ দিনের মাথায় করোনা মুক্ত হয়ে তার ২৪ ঘণ্টার মধ্যে ইউরোপের সর্বোচ্চ শিখর মাউন্ট এলব্রাস অভিযান শুরু করে রেকর্ড গড়েছিলেন আক্কি। মাউন্ট এলব্রাসের উচ্চতা রাশিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার।

আকি রহমান আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো ও আল্পস পর্বতমালার মাউন্ট ব্ল্যাঙ্কও জয় করেন। এরপর তিনি ৬ হাজার ৮৫৬ মিটার উচ্চতার হিমালয়ের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট আমাদাব্লামের চূড়ায় ওঠেন। পর্বতারোহনের প্রতি প্রবল অনুরাগের কারণেই মাত্র ১ বছরের মধ্যে এই সবগুলো অভিযানে অংশ নিয়ে সফল হয়েছেন তিনি।

গত এপ্রিলে রমজান মাসে আকি রহমান একটি ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল 'চ্যানেল এস টিভি'র উদ্যোগে রমজান ফ্যামিলি কমিটমেন্ট-আরএফসি নামে একটি প্রকল্পের আওতায় শরণার্থী, শিশু, নারী ও অসহায় পরিবারগুলোকে সহায়তা করতে তহবিল সংগ্রহ করছিলেন।

জানতে চাইলে তিনি বলেন, 'আমরা একটি চ্যালেঞ্জিং সময়ে বাস করছি। যখন আমি দেখি মায়েরা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সংগ্রাম করছে এবং শিশুরা ক্ষুধার্ত হয়ে ঘুরছে, তখন এটা সত্যিই আমাকে আঘাত করে। তারা সাহায্যের জন্য চিৎকার করছে। আমার তাদেরকে সাহায্য করার জন্য কিছু করা দরকার।'

আক্কে রহমান যুক্তরাজের ওল্ডহামে তার স্ত্রী হেনা রহমান ও ৩ সন্তানকে নিয়ে বসবাস করেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজী ইস্কান্দার আলীর ছেলে। মাত্র দেড় বছর বয়সে সপরিবারে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। ৫ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়।

Comments

The Daily Star  | English

Six state banks asked to cancel contractual appointments of MDs

The Financial Institutions Division (FID) of the finance ministry has recommended that the boards of directors of six state-run banks cancel the contractual appointment of their managing directors and CEOs..The six state-run banks are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, BAS

50m ago