ভালোবাসা দিবসের আগেই ভালোবাসা

ভালোবাসা দিবসের আগেই ভালোবাসা দিবসের ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি পাচ্ছে আজ (৮ ফেব্রুয়ারি)। সারাদেশে মোট ৪২টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটিকে।
Parimoni and Kayes Arju
পরীমনি এবং কায়েস আরজু। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসের আগেই ভালোবাসা দিবসের ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি পাচ্ছে আজ (৮ ফেব্রুয়ারি)। সারাদেশে মোট ৪২টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটিকে।

পরীমনি এবং কায়েস আরজু ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে এবং শামীমুল ইসলাম শামীম পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

পরিচালক শামীম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটির গল্প একেবারেই ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে এর মুক্তি দিচ্ছি।”

তিনি সিনেমা হলে এসে সবাইকে ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, “এর ফলে, আমরা নতুন নতুন সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।”

উল্লেখ্য, সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ছবির গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ নতুন ছবিটিতে রিমেক করা হয়েছে। জাকির হোসেন রাজুর কথা-সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং আগুন। আর নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং পড়শী।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

1h ago