নোয়াখালীতে ‘গণধর্ষণ’: আ. লীগ নেতা রুহুল আমিনসহ আরও ২ আটক

rape logo
প্রতীকীচিত্র: স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের এক নেতাসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে আটক করা হলো।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, বুধবার গভীর রাতে জেলা সদরের একটি হাঁস-মুরগির খামার থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা রুহুল আমিনকে এবং সেনবাগের একটি ইটভাটা থেকে ইব্রাহিম খলিল বেচুকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

রুহুল আমিন সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম-বাগ্যা গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং চরজুবলী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এর আগে গতকাল (২ জানুয়ারি) কুমিল্লার বরুরা উপজেলার মহেষপুরের একটি ইটভাটা থেকে মামলার প্রধান অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে ‘গণধর্ষণ’: ‘নির্দেশদাতাকে’ বাদ দিয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিযাম উদ্দিন জানান, “মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তকালে রুহুল আমিনের নাম উঠে আসায় তাকে আটক করা হয়েছে।”

আরও পড়ুন: নোয়াখালীতে গণধর্ষণ মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago