নির্বাচন নিয়ে শাকিব খানের নতুন সিদ্ধান্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা গতকাল (১০ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। সে খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হৈচৈ পড়ে যায় তার ভক্তদের মধ্যে। রাত শেষে তিনি জানান নির্বাচন নিয়ে তার নতুন সিদ্ধান্তের কথা।
Shakib Khan
অভিনেতা শাকিব খান। ছবি: দ্য ডেইলি স্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার কথা গতকাল (১০ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। সে খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হৈচৈ পড়ে যায় তার ভক্তদের মধ্যে। রাত শেষে তিনি জানান নির্বাচন নিয়ে তার নতুন সিদ্ধান্তের কথা।

খবরে প্রকাশ, গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন শাকিব। আজ (১১ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের হয়ে মনোয়নয়ন ফরম সংগ্রহ করার কথা তার। তবে, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

আজ দুপুর ১২টায় দ্য ডেইলি স্টার অনলাইনকে তার নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে শাকিব খান বলেন, “গতকাল পর্যন্তও আমার নির্বাচন করার ইচ্ছে ছিলো। দলীয় হাইকমান্ড থেকেও অনেকেই চেয়েছিলেন আমি যেনো নির্বাচনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। বিষয়টি নিয়ে আমার কয়েকজন শুভাকাঙ্খী ও ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

“কিন্তু, নির্বাচন করার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আমার ভক্তদের অনেককেই কষ্ট পেতে দেখলাম। তারা চাচ্ছেন না আমি নির্বাচন করি। ভক্তরা আপাতত আমাকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে বলছেন। তাই সিদ্ধান্ত বদলালাম,” যোগ করেন ‘আমি নেতা হবো’-এর নায়ক।

তিনি আরও বলেন, “আমার কাছে দর্শক-ভক্তরা আগে। তারা পছন্দ করবেন না এমন কিছু করতে চাই না আমি। ভক্ত-অনুরাগী ও ইন্ড্রাস্ট্রির স্বার্থে আপাতত চলচ্চিত্র নিয়েই থাকতে চাই।”

শাকিব খানের মন্তব্য, “গতরাতে মনে হলো নির্বাচনে আমার এখনই আসা ঠিক হচ্ছে না। এখন শুধু সিনেমার সঙ্গেই থাকা উচিত। চলচ্চিত্রে থেকেও দেশের সেবা করা সম্ভব। তবে আমদের চলচ্চিত্র থেকে সংসদে একজন প্রতিনিধি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তাই চলচ্চিত্র থেকে কেউ নির্বাচন করলে আমি তার পাশে থাকবো।”

আরও পড়ুন:

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবো: শাকিব খান

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

11h ago