‘গানটির কথা অশ্লীল ও আপত্তিকর’

‘হাজীর বিরিয়ানি’ গানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে এই চিঠি ইস্যু করেন বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার।
Hajir Biriyani
‘হাজির বিরিয়ানী’ গানের দৃশ্যে সিয়াম ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

‘হাজীর বিরিয়ানি’ গানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে এই চিঠি ইস্যু করেন বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার।

চিঠিতে বলা হয়েছে, ‘দহন’ ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবিটির ‘হাজীর বিরিয়ানি’ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেন্সরবিহীন গানের কথা অশ্লীল ও আপত্তিকর।

সেন্সরবিহীন গান প্রদর্শনের দায়ে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়া জন্য জাজ মাল্টিমিডিয়াকে নির্দেশ দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।

গানটি প্রকাশিত হওয়ার পর দর্শক-শ্রোতাদের তোপের মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অনেকেই আপত্তি করেছেন গানে এমন অশালীন কথা ব্যবহারের জন্য।

গানটির বিষয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন কণ্ঠশিল্পী, সুরকার, সংগীতপরিচালক ও গীতিকারদের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর কাছে একটি প্রতিবাদলিপিও জমা দেন। সেখানে স্বাক্ষর করেছেন সাবিনা ইয়াসমিন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর, কনকাচাঁপা, ফুয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, হাসান মতিউর রহমানসহ মোট ৭১ জন।

উল্লেখ্য, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির ‘হাজীর বিরিয়ানী’ গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সংগীতপরিচালনা করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন।

Comments

The Daily Star  | English

Five crisis-hit banks secure BB guarantee for liquidity

Five crisis-hit banks have obtained a Bangladesh Bank (BB) guarantee to avail liquidity support from the inter-bank money market, according to central bank officials.

11h ago