ক্যালিফোর্নিয়ায় বাড়িতে গুলি, শিশুসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাড়িতে ৬ মাস বয়সী শিশু ও তার মাসহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাকে উদ্দেশ্যমূলক ও 'ভয়াবহ হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করেছে।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
টুলারি কাউন্টির শেরিফ মাইক বুদ্রো এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদক চোরাকারবারির যোগসূত্র আছে উল্লেখ করে জানান, তার ডেপুটিরা এর আগের সপ্তাহেই একই বাসায় মাদক সংক্রান্ত অভিযোগে অভিযান চালিয়েছিলেন।
শেরিফ বুদ্রো বলেন, 'ধারণা করছি, এই হত্যার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। এই পরিবারকে লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে হামলা চালছে।'
২ সন্দেহভাজন অপরাধী পলাতক আছেন বলে জানান তিনি।
গতকাল সেই বাড়িতে একাধিকবার গুলির শব্দ শোনার অভিযোগে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েকজনকে রাস্তার ওপর ও কয়েকজনকে ঘরে পাওয়া যায়।
বুদ্রো জানান, ঘটনাস্থলে যাওয়ার পর এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তিনি পরে হাসপাতালে মারা যান।
লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকোর মাঝামাঝি গোশেন এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। সেখানে ৫ হাজার ৪০০ মানুষের বাস।
৬ মাস বয়সী শিশু ও তার ১৭ বছর বয়সী মায়ের মরদেহ বাসার বাইরে নালায় খুঁজে পাওয়া যায়। ২ জনেরই মাথায় গুলির চিহ্ন ছিল বলে বোর্দো জানান।
এক বয়স্ক নারীসহ বেশ কয়েকজনকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ২ নারী একটি ট্রেলার ট্রাকে লুকিয়ে হামলা থেকে বেঁচে যান।
বুদ্রো আরও বলেন, 'আমার ধারণা এ ঘটনা মাদক চোরাকারবারি দলের সঙ্গে সরাসরি সংযুক্ত। এটা ছোটখাটো অপরাধীদের ঝগড়া-বিবাদ নয়।'
'যখন আপনি দেখবেন, সবাইকে সুনির্দিষ্টভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, তখন আপনি বুঝবেন যে তারা যা করেছে, তা জেনে-বুঝে, ঠাণ্ডা মাথায় করেছে,' যোগ করেন তিনি।
বুদ্রো জানান, গত সপ্তাহের অভিযানে এ বাসা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র, গাঁজা ও মাদক জব্দ করা হয়।
Comments