টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্টটি পুনরায় চালু হয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা গেছে।
ইলন মাস্ক ঘোষণা দেওয়ার পরপরেই সহিংসতায় উসকানির কারণে ট্রাম্পের টুইটারে যে স্থগিতাদেশ ছিল, তা তুলে নেওয়া হয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার পর থেকে ট্রাম্পের অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। মাস্ক এই বিষয়ে একটি জরিপের পরে 'ট্রাম্পকে টুইটারে পুনর্বহাল করা হবে' বলে টুইট করেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দৃশ্যমান হয়েছে।
ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে কিনা জরিপে ১৫ মিলিয়নেরও বেশি লোক ভোট দেন। যেখানে ৫১ দশমিক ৮ ভোট পক্ষে পড়ে।
Comments