সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই, প্রতিনিধি পরিষদ নিয়ে অনিশ্চয়তা

অনেক উদ্বেগ শেষে শেষ হাসি হাসলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আরিজোনা অঙ্গরাজ্যের পর নেভাদার সিনেট আসনে বিজয়ের সঙ্গে এলো কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকার সংবাদ।
জো বাইডেন
জো বাইডেন। ছবি: রয়টার্স

অনেক উদ্বেগ শেষে শেষ হাসি হাসলেন প্রেসিডেন্ট জো বাইডেন। আরিজোনা অঙ্গরাজ্যের পর নেভাদার সিনেট আসনে বিজয়ের সঙ্গে এলো কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকার সংবাদ।

আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সিনেটের ১০০ আসনের মধ্যে এখন পর্যন্ত ৫০ আসন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির হাতে। বিরোধী রিপাবলিকান পার্টির হাতে আছে ৪৯ আসন।

প্রতিবেদনে বলা হয়, সিনেটের নিয়ন্ত্রণ নিতে যেকোনো একটি দলের ৫০ আসন প্রয়োজন। সেই হিসাবে ডেমোক্র্যাটরা মাত্র এক আসনের ব্যবধানে বিজয়ী হয়েছে।

এ ছাড়াও, জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনের ফল আগামী ৬ ডিসেম্বরে রান-অফের পর জানা যাবে।

জার্জিয়াতে যদি জো বাইডেনের দল বিজয়ী হয় তাহলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সঙ্গে তাদের ব্যবধান আরও একটু বাড়বে।

সিনেটে ডেমোক্র্যাটদের বিজয়কে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমকে বলেছেন, 'ভালো লাগছে। আশা করছি, পরবর্তী ২ বছর ভালোভাবে কাটবে।'

সিনেটে রিপাবলিকান পার্টির পরাজয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিসৌরি অঙ্গরাজ্যে দলের সিনেটর জোশ হাওলে। টুইটারে তিনি বলেন, 'দেশের সবচেয়ে পুরনো দলটির (রিপাবলিকান পার্টি) মৃত্যু হয়েছে। এখন একে সমাধিস্থ করার সময়। আসুন নতুন কিছু করি।'

তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কাদের নিয়ন্ত্রণে থাকবে তা এখনো অনিশ্চিত।

সিএনএনের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা পেয়েছেন ২০৪ আসন এবং রিপাবলিকানরা পেয়েছেন ২১১ আসন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলকে অন্তত ২১৮ আসন পেতে হবে।

Comments