ফ্লোরিডায় হারিকেন ‘ইয়ান’র আঘাত, বিদ্যুৎহীন ২০ লাখ মানুষ

হারিকেন ইয়ান
ফ্লোরিডার সারাসোটায় হারিকেন ইয়ানের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি হোটেলের পার্কিং প্লেস। ২৮ সেপ্টেম্বর ২০২২। ছবি: রয়টার্স

প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড় 'ইয়ান'র আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রবল বন্যা দেখা দিয়েছে। সেখানে ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় হারিকেন 'ইয়ান' ফ্লোরিডার ফোর্ট মায়ারস এলাকায় আঘাত হানে। সেসময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার।

ফ্লোরিডার গভর্নর রন ডিসানতিস রাজ্যবাসীকে সতর্ক করে বলেছেন, 'আগামী কয়েকদিন চরম খারাপ যাবে। সবাইকে সে জন্য প্রস্তুত থাকতে হবে।'

প্রতিবেদনে আরও বলা হয়, ঝড়ে জাহাজ ডুবে যাওয়ায় অন্তত ২৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

এর আগে গত মঙ্গলবার হারিকেন 'ইয়ান' কিউবায় আঘাত হানলে সেখানে অন্তত ২ জন নিহত হয়েছেন। দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

এক চিকিৎসকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রবল ঝড়ো বাতাসে ফ্লোরিডার পোর্ট শার্লটের একটি হাসপাতালের ছাদ উড়ে গেছে।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ বিরগিট বডাইন সিএনএনকে বলেন, 'এখানে ১৬০ রোগী আছেন। ঝড়ে ভবনের ছাদ উড়ে গেছে। আইসিইউ ভবনের ছাদও আংশিক উড়ে গেছে।'

'মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানি ভবনের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েছে,' যোগ করেন তিনি।

ব্যাপক ধ্বংসাত্মক এই সামুদ্রিক ঝড়টি ফ্লোরিডার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। কোনো কোনো এলাকায় বিপদজনক মাত্রায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago