এফবিআইয়ের অভিযান সম্পর্কে ‘জানতো না’ হোয়াইট হাউস

হোয়াইট হাউস
ছবি: রয়টার্স ফাইল ফটো

ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাড়ি 'মার-আ-লাগো'তে এফবিআইয়ের অভিযান সম্পর্কে হোয়াইট হাউস 'আগে থেকে কিছু জানতো না' বলে মন্তব্য করেছে।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'এ বিষয়ে কোনো ধারণাই ছিল না।'

ফ্লোরিডা
‘মার-আ-লাগো’র সামনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, 'হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা প্রচলিত সংবাদমাধ্যম থেকে আবার কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছেন।'

এর আগে, ট্রাম্পের ছেলে এরিক এ ঘটনার জন্য হোয়াইট হাউসকে দায়ী করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, 'অভিযানের' সংবাদ শুনে ট্রাম্পের সমর্থকরা 'মার-আ-লাগো'র সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

Comments