জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত বাংলাদেশ

ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার দায়বদ্ধতা স্বীকার করে জাতিসংঘের সাধারণ পরিষদে সোমবারের প্রস্তাবের ফলাফল পর্দায় দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আহ্বান জানানোর বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে বাংলাদেশ।

গতকাল সোমবার পাস হওয়া এ প্রস্তাবে যুদ্ধের ফলে ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মস্কোকে।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ৯৪টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। এর মধ্যে আছে বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।

আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপাল, ভুটান এবং মালয়েশিয়াসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত থাকে।

Comments

The Daily Star  | English
Stolen mobile phone syndicate busted in Chattogram

Five arrested in Chattogram for repackaging stolen phones with altered IMEI

A team of CMP also recovered 342 stolen mobile phones of various brands, six laptops, and a large amount of cash

34m ago