ইউক্রেন ইস্যুতে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

ইউক্রেনে যুদ্ধের অবসান এবং রাশিয়াকে অবিলম্বে সেই দেশ থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সর্বশেষ গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

ঢাকার রুশ দূতাবাস শুক্রবার এক টুইটবার্তায় বলে, 'বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ'।

জাতিসংঘে নিযুক্ত মস্কোর স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়ার উদ্ধৃতি দিয়ে টুইটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের 'রাশিয়াবিরোধী' প্রস্তাব বিশ্বকে ইউক্রেন সংঘাতের অবসানের কাছাকাছি নিয়ে আসবে না।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৪১টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়, ৭টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয় এবং ৩২টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে।

বাংলাদেশ, তার আঞ্চলিক প্রতিবেশী ভারত, চীন, পাকিস্তান ও শ্রীলংকাসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া, রাশিয়া ও সিরিয়া এই সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে।

 

Comments

The Daily Star  | English

5 killed in Feni road crash

All the five deceased were passengers on the pick-up

40m ago