‘ইউক্রেনের ৪ অঞ্চল ৩০ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে’
খুব শিগগির ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিঝঝিয়া অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। রাশিয়ার এক আইনপ্রণেতা এমনটাই জানিয়েছেন।
আজ রোববার নিম্নকক্ষ দ্যুমার সদস্য ইয়ারোস্লাভ নিলভ রুশ সংবাদমাধ্যম তাসকে জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর এ অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে।
গণভোটের প্রাথমিক ফলাফলের আলোকে এবং রাশিয়ার এই অঞ্চলগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ইতিবাচক মনোভাবের কারণে এত অল্প সময়ের মধ্যে এই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে বলে তিনি ব্যাখ্যা দেন।
তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ সেপ্টেম্বরের অনুষ্ঠানে সশরীরে যোগদান করতে পারেন।
'আমি নিশ্চিত না তিনি অংশগ্রহণ করবেন কী না, তবে অংশগ্রহণ করার সম্ভাবনাই বেশি', যোগ করেন নিলভ।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি অব রাশিয়ার (এলডিপিআর) সহ-প্রধান ইয়ারোস্লাভ নিলভ তাসকে আরও জানান, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দ্যুমার সদস্যদের এখনও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে 'সিনেটরদের বলা হয়েছে ৩ বার করে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা করে ৩০ সেপ্টেম্বরের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রস্তুত থাকতে', যোগ করেন নিলভ।
লুহানস্ক, দনেৎস্ক, খেরসন ও ঝাপোরিঝঝিয়ায় শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাশিয়ায় যোগ দেওয়ার বিষয়ে গণভোট শুরু হয়েছে। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নিরাপত্তা পরিস্থিতির কারণে এই ৪ অঞ্চলের বাসিন্দাদের ভোটকেন্দ্রে না যেয়ে তাদের বাসার কাছে থেকে ভোট দিতে বলা হয়েছে।
ভোট কর্মকর্তারা বাড়িতে বাড়িতে যেয়ে 'বহনযোগ্য ব্যালট বাক্স' ব্যবহার করে ভোট সংগ্রহ করছেন।
Comments