কোন দেশে কখন নতুন বছর উদযাপন

নতুন বছর ২০২৩
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে নতুন বছর উদযাপন। রয়টার্স ফাইল ফটো

বিদায়ের শেষ প্রান্তে ২০২২ এবং ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। নতুন বছরটি প্রায় সারা দিন ধরে পৃথিবীর চারপাশে শুরু হবে। এসময় বিভিন্ন দেশ তাদের রীতিনীতি এবং উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করবে।

কিন্তু, আপনি কি জানেন বিশ্বের সব অংশে একই সময়ে নতুন বছর উদযাপিত হবে না। যদিও  বিশ্বব্যাপী ২০২৩ সালের কাউন্টডাউন মধ্যরাতের ঠিক আগে শুরু হয়। তবে, সবাই একই সময়ে নতুন বছরকে বরণ করতে পারবে না।

কোন দেশ প্রথম উদযাপন করবে?

ওশেনিয়া বিশ্বের এমন একটি জায়গা যেখানে বিশ্বের অন্যান্য স্থানের আগে নতুন বছর উদযাপন করা হবে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা, কিরিবাতি এবং সামোয়া প্রথম নতুন বছরকে বরণ করবে। কারণ, এখানে ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক টাইম মান জিএমটি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ১ জানুয়ারি শুরু হয়।

কোন দেশ শেষে উদযাপন করবে?

যুক্তরাষ্ট্রের কাছাকাছি বাকার এবং হাওল্যান্ড দ্বীপের মতো জায়গাগুলো নতুন বছরকে সবার শেষে স্বাগত জানাবে। তারা ১ জানুয়ারি জিএমটি দুপুর ১২টায় নতুন বছর উদযাপন শুরু করবে।

লন্ডন সময় (জিএমটি) অনুযায়ী যখন বিভিন্ন দেশ নতুন বছরকে স্বাগত জানাবে-

ডিসেম্বর ৩১

সকাল ১০টা: সামোয়া এবং ক্রিসমাস আইল্যান্ড/কিরিবাতি

সকাল ১০টা ১৫ মিনিট: নিউজিল্যান্ড

দুপুর ১২টা: ফিজি ও পূর্ব রাশিয়া

দুপুর ১টা: পূর্ব অস্ট্রেলিয়া (মেলবোর্ন ও সিডনি)

দুপুর ২টা: মধ্য অস্ট্রেলিয়া (ব্রিসবেন, ডারউইন ও অ্যাডিলেড)

বিকেল ৩টা: জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

বিকেল ৩.৩৫ মিনিট: পশ্চিম অস্ট্রেলিয়া (পার্থ এবং ইউক্লা)

বিকেল ৪টা: চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর

বিকেল ৫টা: থাইল্যান্ড, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া

বিকেল ৫টা ৩০ মিনিট: মিয়ানমার ও কোকোস দ্বীপপুঞ্জ

সন্ধ্যা ৬টা: বাংলাদেশ

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট: নেপাল

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: ভারত ও শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা: পাকিস্তান

রাত ৮টা: আজারবাইজান

রাত ৮টা ৩০ মিনিট: ইরান

রাত ৯টা: তুরস্ক, ইরাক, কেনিয়া ও পশ্চিম রাশিয়া

রাত ১০টা: গ্রিস, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি এবং পূর্ব ইউরোপীয় শহর

রাত ১১টা: জার্মানি, ফ্রান্স, ইতালি, আলজেরিয়া, বেলজিয়াম, স্পেন

মধ্যরাত: যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ঘানা, আইসল্যান্ড, পর্তুগাল

জানুয়ারি ১

রাত ১টা: কেপ ভার্দে এবং স্প্যানিশ দ্বীপপুঞ্জ

রাত ২টা: পূর্ব ব্রাজিল, দক্ষিণ জর্জিয়া এবং স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ

রাত ৩টা: আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ের অবশিষ্ট অঞ্চল

রাত ৩টা ৩০ মিনিট: নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর/কানাডা

ভোর ৪টা: পূর্ব কানাডা, বলিভিয়া, পুয়ের্তো রিকো

সকাল ৫টা: যুক্তরাষ্ট্রে ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময়- নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডেট্রয়েট ও কিউবা

সকাল ৬টা: যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় মান সময়- শিকাগো

সকাল ৭টা: যুক্তরাষ্ট্রে মাউন্টেন স্ট্যান্ডার্ড সময়- কলোরাডো, অ্যারিজোনা

সকাল ৮টা: যুক্তরাষ্ট্রে প্যাসিফিক স্ট্যান্ডার্ড সময় - এলএ, নেভাদা

সকাল ৯টা: আলাস্কা এবং ফরাসি পলিনেশিয়া

সকাল ১০টা: হাওয়াই, তাহিতি এবং কুক আইল্যান্ড

সকাল ১১টা: আমেরিকান সামোয়া

দুপুর ১২টা: বাকার দ্বীপ, হাওল্যান্ড দ্বীপ

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago