তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ৪৫ হাজার ছাড়াল

তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের আনতাকিয়া এলাকা। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

আজ শনিবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ভূমিকম্পে অন্তত ৩৯ হাজার ৬৭২ জনের মরদেহ পাওয়া গেছে।

সিরিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে অন্তত ৫ হাজার ৮০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তুরস্কের হাতায় এলাকায় উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ১১ দিন পর ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেছেন।

গত ৯ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী নিয়ে ১৭৮টি ট্রাক তুরস্ক থেকে সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছে।

এ ছাড়াও, তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয়দের মধ্যে ভূমিকম্পে নিহত ১ হাজার ৫২২ জনকে দাফনের জন্য নিজ দেশে পাঠানো হয়েছে।

ভূমিকম্পে বেঁচে যাওয়া অনেক সিরীয় তুরস্ক থেকে নিজ দেশে ফিরছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরীয়দের নিজ দেশে ফেরার অনুমতি দেওয়ার পর গত বুধবার ১ হাজার ৭৯৫ জন সিরিয়ায় ফিরেছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago