রুশ লুনা ২৫ মহাকাশযান চাঁদে ভূপাতিত, অভিযান ব্যর্থ

রুশ মহাকাশযান লুনা ২৫ এর ক্যামেরা দিয়ে তোলা চাঁদের পৃষ্ঠের ছবি। ছবি: রয়টার্স
রুশ মহাকাশযান লুনা ২৫ এর ক্যামেরা দিয়ে তোলা চাঁদের পৃষ্ঠের ছবি। ছবি: রয়টার্স

৪৭ বছর পর রাশিয়ার চাঁদে মহাকাশযান পাঠানোর প্রথম অভিযান ব্যর্থ হয়েছে। রুশ মহাকাশযান লুনা ২৫ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে ভূপাতিত হয়েছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমস জানায়, মহাকাশযানটি শনিবার চাঁদে অবতরণের আগে একটি সুনির্দিষ্ট কক্ষপথে পাঠানোর পর এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর খানিকক্ষণ পর লুনা ২৫ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

রুশ মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, 'যন্ত্রটি (মহাকাশযান) নিয়ন্ত্রণ হারিয়ে অপরিকল্পিত কক্ষপথ ধরে আগাতে থাকে এবং এক পর্যায়ে চাঁদে আছড়ে পড়ে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়।'

স্নায়ু যুদ্ধের আমলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে পৃথিবীর কক্ষপথে ১৯৫৭ সালে স্পুৎনিক ১ নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল। এরপর সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন ২ মার্কিন নভোচারী।

একটি সইয়ুজ ২.১ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে রওনা হচ্ছে লুনা-২৫ মহাকাশযান। ছবি: রয়টার্স
একটি সইয়ুজ ২.১ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে রওনা হচ্ছে লুনা-২৫ মহাকাশযান। ছবি: রয়টার্স

বিশ্লেষকদের মতে, সর্বশেষ অভিযানের ব্যর্থতা ইঙ্গিত দিচ্ছে, মহাকাশ অভিযানে রাশিয়ার সেই সুদিন বা সক্ষমতা, কোনোটিই আর আগের পর্যায়ে নেই।

১৯৭৬ সালে লুনা-২৪ অভিযানের পর রাশিয়া গত ৪৭ বছরে আর কোনো মহাকাশ অভিযানে উদ্যোগ নেয়নি। রুশ মহাকাশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে লুনা ২৫ এর অবতরণ করার কথা ছিল।

মূলত ভারতের মহাকাশযান 'চন্দ্রযান-৩' এর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল লুনা ২৫। রুশ অভিযান ব্যর্থ হলেও, ভারতের অভিযান এখনো সঠিক পথেই চলছে এবং এটি এ সপ্তাহেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারবে বলে ভারতের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

বড় পরিসরে, রাশিয়া ও ভারতের পাশাপাশি, চীন ও যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Govt wants to make countrymen true source of power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

9m ago