শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশের তালিকায় রাশিয়ার অবস্থান ১৭

রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের শহর ক্রাসনোইয়ারস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তালনিকি গ্রামের একটি গম ক্ষেতে শস্য কাটার কাজ চলছে। ফাইল ছবি: রয়টার্স
রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের শহর ক্রাসনোইয়ারস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তালনিকি গ্রামের একটি গম ক্ষেতে শস্য কাটার কাজ চলছে। ফাইল ছবি: রয়টার্স

গত বছর রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শস্য রপ্তানিকারী দেশের তালিকায় ১৭তম স্থান অধিকার করেছে।

রুশ কৃষি মন্ত্রণালয়ের রপ্তানি কেন্দ্র 'অ্যাগ্রোএক্সপোর্টের' বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

অ্যাগ্রোএক্সপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্ব বাজারে মোট খাদ্য রপ্তানির ২ দশমিক ১ শতাংশ এসেছে রাশিয়া থেকে।

'একই সময়ে, শীর্ষ ২০ দেশের মধ্যে গত ১০ বছরে কৃষিপণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে রাশিয়া', যোগ করে সংস্থাটি। তারা আরও জানায়, এ সময়ে রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ ১৫০ শতাংশ।

২০২২ সাল নাগাদ রাশিয়ার কৃষিপণ্য খাতে রপ্তানির মূল্যমান এর আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার হয়েছে বলেও জানিয়েছে অ্যাগ্রোএক্সপোর্ট।

প্রতিবেদনে জানানো হয়, রুশ শস্য রপ্তানি থেকে আয়ের পরিমাণ বেড়েছে ১৮ শতাংশ। এছাড়াও তেল/চর্বি ও মাংস রপ্তানি থেকে যথাক্রমে ২৫ ও ২৩ শতাংশ আয় বেড়েছে। ইতোমধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।

তবে মাছ ও মাছ জাতীয় খাবার এবং ডেইরি পণ্যের আয় যথাক্রমে এর আগের বছরের তুলনায় ১২ শতাংশ ও ১ দশমিক ৯ শতাংশ কমেছে।

অ্যাগ্রোএক্সপোর্টের প্রতিবেদনে আরো জানা গেছে, '২০২২ সালে বৈশ্বিক খাদ্য রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে, যার মূল্যমান প্রথম বারের মতো ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। গবেষণা প্রতিষ্ঠান আইটিসি'র ট্রেড ম্যাপ থেকে জানা গেছে, ২০২৩ এর ৫ জুন রপ্তানির মূল্যমান এর আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে।'

গত বছর বিশ্বের মোট খাদ্য সরবরাহের ৬৯ দশমিক ৮ শতাংশ এসেছে শীর্ষ ২০টি দেশ থেকে। এর আগের বছর এটি ছিল ৬৭ দশমিক ৯ শ্তয়াংশ।

যুক্তরাষ্ট্র এ তালিকার শীর্ষে রয়েছে। দেশটি খাদ্য রপ্তানি ৯ দশমিক ১ শতাংশ বাড়িয়ে ১৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পরবর্তী স্থানে থাকা ব্রাজিলও একই হারে প্রবৃদ্ধি অর্জন করে খাদ্য রপ্তানি থেকে ১৩৫ বিলিয়ন ডলার আয় করেছে।

তালিকার পরবর্তবী দেশগুলো হল নেদারল্যান্ডস, জার্মানি ও চীন।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

11h ago