হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ২৯৪

গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ছবি: আইডিএফ
গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ছবি: আইডিএফ

গাজা উপত্যকায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আজ শুক্রবার আইডিএফ জানিয়েছে, গতকাল সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় এই দুই সেনা নিহত হয়েছেন।

দুই সেনার মৃত্যুতে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ২৯৪ হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন। তবে তারা এই ২৯৪ জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন। মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতদের নাম এই তালিকায় যোগ করে ইসরায়েল।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৬ হাজার ছাড়িয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

নিহত সেনা সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) আদার গাভরিয়েল (২৪) আইডিএফের বিসলামাক ব্রিগেডের ৬,৮২৮তম ব্যাটালিয়নের সদস্য। তিনি সিসারিয়া অঞ্চলের বাসিন্দা।

নিহত ইসরায়েলি সেনা গাভরিল (বাঁয়ে) ও ইলিয়াস। ছবি: আইডিএফ
নিহত ইসরায়েলি সেনা গাভরিল (বাঁয়ে) ও ইলিয়াস। ছবি: আইডিএফ

অপর নিহত সেনা হলেন সার্জেন্ট ইয়েহোনাতান ইলিয়াস (২০)। তিনি গিভাতি ব্রিগেডের সদস্য ও জেরুজালেমের বাসিন্দা। 

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাভরিয়েল উত্তর গাজা উপত্যকায় হামাসের যোদ্ধারে সঙ্গে লড়াই করার সময় নিহত হন। দক্ষিণ গাজা উপত্যকায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান ইলিয়াস। এই হামলায় গিভাতি ব্রিগেডের অপর এক সেনা গুরুতর আহত হয়েছেন।

এর আগে বুধবারে পশ্চিম তীর ও উত্তর গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়।

 

Comments

The Daily Star  | English

Hasina oversaw July protest killings: UN

Human rights office also finds systematic abuse by former ministers, security agency officials, AL leaders

7h ago