আজ ৯ ট্রাকে ১৪১ মেট্রিক টন ত্রাণ ঢুকল গাজায়

গাজার খান ইউনিস এলাকায় জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয় শিবিরে খাবারের জন্য ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লাইন। ছবি: এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৯টি ত্রাণবাহী ট্রাকে ১৪১ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রবেশ করেছে।

আজ শুক্রবার রাফাহ ক্রসিং খোলার পর ট্রাকগুলো গাজায় প্রবেশ করে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।  

অবরুদ্ধ গাজাবাসীর জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা দিতে প্রতিদিন অন্তত ৪০ ট্রাক খাদ্য প্রবেশ করা উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডব্লিউএফপি বলছে, 'প্রত্যেকের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে অন্তত আরও ৬ ট্রাক ত্রাণ প্রয়োজন।'

সংস্থাটি জানায়, মিশর সীমান্তে প্রায় ৪০টি ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে। এসব ট্রাকে প্রায় ৯৩০ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ আছে।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে আছে পাস্তা, গমের আটা, টমেটো সস, প্রক্রিয়াজাত করা মাছ ও মটরশুঁটি।

আন্তর্জাতিক এইড সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গত ২১ অক্টোবর ২০টি এবং পরদিন ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২০ দিনে মাত্র ৭৪ ট্রাক ত্রাণ ঢুকেছে গাজায়। 

এ পরিমাণ ত্রাণ প্রয়োজনের তুলনায় একবারেই 'অপ্রতুল' জানিয়ে জাতিসংঘ বলছে, গাজাবাসীর জন্য প্রতিদিন প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন।

ডব্লিউএফপি বলছে, '৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার আগেই ফিলিস্তিনের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ বা প্রায় ১৮ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।'

Comments

The Daily Star  | English
Bangladesh foreign policy

Assad’s ouster and the ever-changing world for Bangladesh

Do we have the expertise to tackle the crises and exploit the opportunities in the evolving geopolitical scenario?

7h ago