যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ হলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন।

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার মূলত মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি।

৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন।

তবে, সিটি মিনিস্টার হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

 

Comments

The Daily Star  | English

No more concessions for India on border killing or fencing

Protecting our citizens and our border integrity is non-negotiable

12h ago