১ হাজার পাউন্ডে বিভিন্ন শতাব্দীতে যা কেনা যেত

১ হাজার পাউন্ডে বিভিন্ন শতাব্দীতে যা কেনা যেত
ছবি: রয়টার্স

ইতিহাসের বিভিন্ন সময় সম্পর্কে বিস্তারিত জানার জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভ একটি দারুণ সংগ্রহশালা। ন্যাশনাল আর্কাইভে গত এক হাজার বছরের ইতিহাস সম্পর্কে গবেষণা, ইতিহাস, ছবিসহ বিশাল এক তথ্যভাণ্ডার রয়েছে।

পৃথিবীর ইতিহাস সম্পর্কিত বিশাল এই তথ্যভাণ্ডার থেকে এখন চাইলেই অতীতের নির্দিষ্ট একটি সময় সম্পর্কে জানা যায়।

যেমন, বিভিন্ন শতাব্দীতে ১ হাজার পাউন্ডের মূল্যমান কত ছিল বা ১ হাজার পাউন্ড দিয়ে কী কেনা সম্ভব হতো, সেই প্রশ্নের উত্তর জানা সম্ভব। এই লেখায় আমরা সেটিই দেখব, পাশাপাশি আগের ১ হাজার পাউন্ডের বর্তমান মূল্যমান কত, সেটিও জানবো। 

১৩০০

এই শতাব্দীতে ১ হাজার পাউন্ডের বর্তমানে মূল্যমান হতে পারে প্রায় ৭ লাখ ৯ হাজার পাউন্ডের সমান। সে সময় ১ হাজার পাউন্ড দিয়ে যা যা কেনা সম্ভব ছিল-

  • ১ হাজার ১৭৬টি ঘোড়া
  • ২ হাজার ২২২টি গরু
  • ২৬ হাজার কেজি উল
  • ৪৯ হাজার কেজি গম

১৪০০

এই শতাব্দীর ১ হাজার পাউন্ডের বর্তমান মূল্যমান হতে পারে ৬ লাখ ১২ হাজার পাউন্ড। দেখা যাচ্ছে, আগের শতকের তুলনায় পাউন্ডের মূল্য কমেছে। তারপরও তখন ১ হাজার পাউন্ড দিয়ে কেনা যেতো-  

  • ৭৮৭টি ঘোড়া
  • ১ হাজার ৭২৪টি গরু
  • ৩৫ হাজার ২৭৫ কেজি উল
  • ৪১ হাজার কেজি গম

১৫০০

১৫০০ শতাব্দীর ১ হাজার পাউন্ডের বর্তমান দাম হতে পারে আনুমানিক ৬ লাখ ৬৬ হাজার পাউন্ড। এই পরিমাণ অর্থ দিয়ে অনেক অনেক কিছু করা যেতে পারতো। তারপরও আপনি তখন যদি এই পরিমাণ অর্থের মালিক হতেন, তাহলে যা যা কিনতে পারতেন-

  • ৭০৯টি ঘোড়া
  • ২ হাজার ৬৩১টি গরু
  • ৫৮ হাজার কেজি উল
  • ৩২ হাজার কেজি গম

১৬০০

ষোড়শ শতকের ১ হাজার পাউন্ডের বর্তমান দাম হতে পারে ১ লাখ ৩৮ হাজার পাউন্ড। আগের শতাব্দীগুলোর তুলনায় পাউন্ডের দাম এই শতকে যথেষ্ট কমেছে দেখা যাচ্ছে।  যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের তথ্য অনুসারে, ষোড়শ শতাব্দীতে  বিশ্বের জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মূল্যস্ফীতিও ছিল চরমে। এজন্য পাউন্ডের দাম তখন অনেকটাই পড়ে গিয়েছিল। তারপরও ১ হাজার পাউন্ড দিয়ে এই শতকে কেনা যেতো-

  • ১২১টি ঘোড়া
  • ৫৩৭টি গরু
  • ১৯ হাজার কেজি উল
  • ৭ হাজার ১০০ কেজি গম

১৭০০

তখনকার ১ হাজার পাউন্ডের সঙ্গে বর্তমান পাউন্ডের বিনিময় করলে আপনাকে এখন ১ লাখ ৭ হাজার পাউন্ড দিতে হবে। এই শতাব্দীর মাঝামাঝিতে জনসংখ্যা বিস্ফোরণ ঘটে এবং মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়ে যায়। সপ্তদশ শতকে ১ হাজার পাউন্ড দিয়ে পাওয়া যেতো-

  • ১৮৫টি ঘোড়া
  • ২৪০টি গরু
  • ১১ হাজার কেজি উল
  • ৬ হাজার ৪০০ কেজি গম

১৮০০

তখনকার ১ হাজার পাউন্ডের বর্তমান দাম হতে পারে ৪৪ হাজার পাউন্ড। অষ্টাদশ শতক অনেক পরিবর্তনের সাক্ষী। মুদ্রার ব্যাপক দরপতন এই শতকেও অব্যাহত ছিল। তারপরও তখনকার সঙ্গে বর্তমানের তুলনা করলে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। এই শতকে এক হাজার পাউন্ড দিয়ে যা কেনা সম্ভব ছিল-

  • ৯৫টি ঘোড়া
  • ২০০টি গরু
  • ৭ হাজার ১০০ কেজি উল
  • ২ হাজার ২২২ কেজি গম

১৯০০

ঊনবিংশ শতাব্দীর ১ হাজার পাউন্ড দিয়ে বর্তমানে ৭,৮১৮ পাউন্ড পাওয়া যাবে। এই শতকে ১ হাজার পাউন্ড দিয়ে কেনা যেত-

  • ৩টি ঘোড়া
  • ১০টি গরু
  • ১ হাজার ১৭৫ কেজি উল
  • ৮ হাজার ৮৮ কেজি গম

বিভিন্ন শতাব্দীর পাউন্ডের সঙ্গে বর্তমান পাউন্ডের মূল্যমান হিসাব করার সময় ২০১৭ সালের পাউন্ডের দামকে আদর্শ ধরা হয়েছে। তাই আজকের দিনের সঙ্গে তুলনা করলে দামের কিছুটা তারতম্য হতে পারে। আপনি নিজেও চাইলে ন্যাশনাল আর্কাইভসের কারেন্সি কনভার্টার ব্যবহার করে অতীতের যেকোনো সময় থেকে ঘুরে আসতে পারেন।

সূত্র: ইউকে ন্যাশনাল আর্কাইভস, ওয়াইজ

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago