‘আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মী দিয়ে বিএনপিকে জবাব দেওয়া হবে’

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

'বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মী দিয়েও কঠোর জবাব দেওয়া হবে।'

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, 'বাঙালির অধিকার আদায়ের ইতিহাস রচনা করেন বঙ্গবন্ধু। বাংলাদেশ প্রতিষ্ঠায় জেল-অত্যাচার কম ভোগ করেনি তিনি। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সন্দিহান, তারা দেশের শত্রু।'

তিনি আরও বলেন, 'যারা এখনো সংবিধান নিয়ে সমালোচনা করে, তারা পাকিস্তানের দোসর। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ জয় লাভ করবে।'

হানিফ বলেন, 'এ নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র করছে, কারণ তারা জানে এ নির্বাচনে তারা হেরে যাবে। তাদের আগের কর্মসূচিতে জঙ্গিবাদ, খুন, অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাঝে ছিল, তাই জনবিচ্ছিন্ন কাজের জন্যই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।'

দেশের উন্নয়নে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের কঠোর অবস্থানের আহ্বান জানান।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'বাড়াবাড়ি করবেন না, আগুন নিয়ে খেলবেন না। যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন সফল হবে না। কারণ, আপনারা নির্বাচনে বিশ্বাস করেন না।'

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা সবাই প্রস্তুত আছেন তো আন্দোলনের জন্য? হ্যাঁ, রাজপথে থাকতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে।'

'আওয়ামী  লীগ এখনো মাঠে নামেনি। মাঠে নামলে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি নির্বাচন নিয়ে যত যাই করুক না কেনো, শেষে তাদেরকে নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago