চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষের ২ মামলায় ১২ জন রিমান্ডে
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার দুই মামলায় ১২ আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ রিমান্ডের আবেদন করলে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন।
এই ১২ আসামি হলেন- জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমন দাস, বিশাল দাস, সোনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মফিজউদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোতোয়ালি পুলিশ দুই মামলায় ১২ জনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করে।
গত ২৬ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় এই মামলা দুটি করা হয়।
এরপর আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১২ জনকে আদালতে হাজির করা হয়।
এর আগে, গত সোমবার পুলিশের ওপর হামলার অপর এক মামলায় অন্য আট জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা রুজু করেছে পুলিশ।
২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
Comments