২৬ বছর পর কারামুক্ত ‘শিবির ক্যাডার’ নাছির
দীর্ঘ ২৬ বছর পর চট্টগ্রাম কারাগাম থেকে মুক্তি পেয়েছেন র্যাব-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে 'শিবির' নাছির।
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা গেছে, নাছিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটি মামলায় তার সাজা হয়। সেই দুই মামলায় সাজাভোগের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন। সম্প্রতি ওই তিন মামলায় তার জামিন হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, তিনটি মামলায় জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি 'শিবির নাছির' নামে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments