চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকা পড়েছে জাহাজ
বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে যাওয়ার পথে একটি জাহাজ বন্দর চ্যানেলে আটকে গেছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং লিমিটেডের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব এলাকার কাছে কর্ণফুলী চ্যানেলে ৫০০ টন স্টিলের কয়েল বহনকারী 'শি জি ফেং' নামে চীনের পতাকাবাহী জাহাজটি আটকে যায়।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেটির ক্ষতি এড়াতে বন্দরের প্রধান জেটি থেকে সমুদ্রের দিকে পাঠানো ১৯টি জাহাজের মধ্যে 'শি জি ফেং' অন্যতম।
রিয়াজ বলেন, 'জাহাজটি ২৫ হাজার টন স্টিলের কয়েল নিয়ে এসেছিল। বন্দরে ২০ হাজার টন খালাসের পর ঘূর্ণিঝড়ের কারণে বাকি পণ্য নিয়েই জেটি ছেড়ে গভীর সমুদ্রে যেতে হয়েছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) এক কর্মকর্তা জানান, স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি আটকে আছে।
তবে তিনি বলেন, 'এই জাহাজটি আটকে গেলেও অন্য জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।'
'সিপিএ টাগ বোটগুলো জাহাজটি সরাতে কাজ করছে। বন্দর চ্যানেলে এখনো উচ্চ জোয়ার আছে,' যোগ করেন তিনি।
জেটি থেকে ১৯টি জাহাজ সমুদ্রে পাঠানোর দুদিন পর আজ সকাল থেকে সেগুলো ফিরিয়ে আনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আজ সকাল থেকে এ পর্যন্ত মোট ১১টি জাহাজ বন্দর জেটিতে এসেছে।
Comments