কোটা সংস্কার আন্দোলন: গুলিতে আহত আরেক কিশোরের মৃত্যু

Dhaka Medical College Hospital (DMCH)
ফাইল ছবি

কোটা আন্দোলনে ঢাকার ভাটারা নতুন বাজার এলাকায় গুলিতে আহত হওয়া আরেক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ইমন (১৭) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। তিনি ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে কাজ করতেন। তিনি সেখানেই থাকতেন।

নিহতের বোন তাহমিনা বেগম বলেন, গত ১৯ জুলাই দুপরে নতুন বাজারের হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সেলিমে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments