ফেনীতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা

পুলিশের বাধায় কর্মসূচি পালন না করেই ফিরে যান শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রেসক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে এ কর্মসূচি আয়োজন করেছিল শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্র জানায়, 'রিমেম্বারিং আওয়ার হিরোজ' শীর্ষক এ কর্মসূচিতে অংশ নিতে ফেনী শহরের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বড় বাজারে জড়ো হয়ে খাজা আহমদ সড়ক দিয়ে প্রেসক্লাবের সামনে যাওয়ার চেষ্টা করে।

এ সময় প্রধান সড়ক ট্রাংক রোডের মুখে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। সেখানে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয় শিক্ষার্থীদের।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছান। তার কাছে শিক্ষার্থীরা অনুরোধ জানান। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার কারণে কর্মসূচি পালন না করেই ফিরে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা পুলিশকে বলেন, 'আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা সবার অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আমাদের কর্মসূচি পালন করতে দিন।'

জানতে চাইলে ওসি মুহাম্মদ রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিছু শিক্ষার্থী প্রেসক্লাবের পাশে মোমবাতি জ্বালিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের বুঝিয়ে বললে তারা নিজেরাই স্থান ছেড়ে চলে যায়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।'

 

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago